জিএমপি টঙ্গী পশ্চিম থানায় ১৪৫ কোটি টাকার দুই প্রতারক আটক। 86 0
জিএমপি টঙ্গী পশ্চিম থানায় ১৪৫ কোটি টাকার দুই প্রতারক আটক।
খবরের সময় ডেস্ক
টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়ার হোসেন মার্কেটের ইউনাইটেড শপিং কমপ্লেক্স এর দ্বিতীয়'য় ও পঞ্চম'ম তলা থেকে 'একশো পয়তাল্লিশ' কোটি টাকা প্রতারণা দায়ে 'AECOS' নামের একটি প্রতিষ্ঠানের দুই জনকে আটক করেছে, গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
আটককৃতরা হলো, জামাল উদ্দিন জামান(৩৩) ও মরিয়ম বেগম নুপুর(৩৭)। তাদেরকে বরিশালের বেগমগঞ্জ থানা থেকে আটক করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে 'জিএমপি' পুলিশ জানায় AECOS নামের ওই প্রতিষ্ঠান তিন হাজার মহিলাদের কাছ থেকে পণ্য ক্রয় ও নানাবিধ সুবিধা দেওয়ার কথা বলে, প্রায় একশো পয়তাল্লিশ কোটি টাকা আত্মসাৎ করে। পরে, প্রতিষ্ঠানের চেয়ারম্যান শেখ ফরিদ ও তার প্রতারক সঙ্গীরা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়।
এ ব্যাপারে, তাছলিমা বেগম নিশি নামে এক ভুক্তভোগী মহিলা বাদী হয়ে, আট প্রতারকের নামে অভিযোগ করলে, দুই প্রতারককে আটক করে পুলিশ। তদন্তকারী পুলিশ অফিসার সাব্বির হোসেন উপ পুলিশ পরিদর্শক, টঙ্গী পশ্চিম থানা জিএমপি জানান, প্রযুক্তির যথাযথ ব্যবহার ও অফিসার ইনচার্জসহ অন্যান্য স্যারদের পরামর্শ ও দিকনির্দেশনায় আসামীদ্বয়কে আটক করতে সক্ষম হয়েছি।বাকী প্রতারকদের দ্রুত আটক করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও, জানিয়েছেন।